শিরোনাম- #একটা_মেহনতী_হাত
কলমঃ- #ইয়াসিন_সেপাই
____________________________=
একটা মেহনতি হাত চিৎকার করে বলতে থাকে ওহে স্বদেশ বাসী দেখ আমরা কত সুখী,,
আমরা বিগর্হিত পথে উপার্জন করিনা,বাবুদের অধ্যবসায়-হীন হাতের মত।
আমাদের প্রতিটি ঘামের ফোঁটা জিগির করে সৃষ্টির স্রষ্টা মহান রবের দরবারে ,
আমাদের হাতের প্রতিটি উংলি ব্যাস্ত থাকে সৎ পথে উপার্জনের নেশাতে।


আমাদের মেহনতি হাতের ছোঁয়ায় বিঘার পর বিঘা জমিন সোনার শস্যে ভরে ওঠে ।
আমরাই পারি সোনার দেশ বানাতে,আমরাই পারি অর্থনৈতিক সমৃদ্ধি শিখরে রাখতে,
আজ আমাদের রাজ পথে কাঁটা তারের ওপারে দাঁড় করিয়ে বলছো মেরা দেশ মহান হ্যায়।
রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারাটা দিন খুরপি হাতে কাটিয়ে দিই মাঠে।


আমরাই পারি মেহনতি হাতে এক মুঠো মাটি শুঁকে আগামীতে দেশ সমৃদ্ধির পথে কি,,
বাবুদের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে,ভুলে যাই নিজের পরিবারকে সারাটা দিন,,
পারিনা আমরা দেশের জনগণের সাথে মিথ্যেকে সত্য বলে বুলি আওড়াতে,
কিছু রাজনীতি শুকুনের উৎপাতে রাজপথে লোহার সুল বিছায়ায় রেখেছে আমাদের জন্যে.!


ধংস হবেই একদিন এই অনর্থকর মনোবৃত্তি নীতির সুকুন,আমাদের এই উতরোলের কবলে।
হায়রে আমার সোনার স্বদেশ কার হাতে বন্দি হলে তুমি,বোঝেনা সে কারে..কয় স্বদেশ.!
অন্ন দাতার বুকে ত্রিশূল গেঁথে, ওহে...রাজসক্তি ভক্তি দেখাও  অন্নপূর্ণারে.?
আমারাই দেশের মাটি থেকে ফলাই সোনার শস্য- শ্যামল, মায়ের আঁচল বিছায়ে।।


রচনাকাল/12/09/2021/পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/