#একটু_চাওয়া_পাওয়া
_____________★★★_______________
            #কলমে_ইয়াসিন_সেপাই
     ★★★★★★★★★★★★★★
ভাঙা কুঠিরের ফাঁকে,একমুঠো মৃদু জোৎস্না,খুঁজে দেয় দুই মনের সুখের ঠিকানা,,
ভাঙা জানালা বেয়ে,দক্ষিনা মাতাল হওয়া,গেঁথে দেয় দুই মনের মিলন মালা,
নক্ষত্র উঠোনে,শুভ্র চন্দ্রিমা উঁকি দিয়ে জানান দেয়, আমি সেই রাত প্রেমমায়া,
নদীর চরে চিকচিকিয়ে উঠে,জৎস্না মাখা  অসংখ্য বালুকনা,যেন মিলনের আনাগোনা।


শুকনো পাতার মর্মরে শব্দ,যেন মনেহয়,পুরোনো প্রেমিকের আলাপনে সমঝোতা,
কোকিল কন্ঠে আবৃতি ঢঙে গেয়ে ওঠে,যেন অনুরাগ  বশতে লিখে রাখা কবির, কবিতা..
জৎস্না রাতে,হাতে হাত রেখে হেঁটে চলা,দুই মনের  
একসাথে জীবন গড়ার বোঝাপড়া,
নিশি নক্ষত্র খচিত আকাশে যেন,সাজানো বাসর রাতে,ফুল মালার আলোক সজ্জা ।।


জোনাকির দল, মিটি মিটি আলোর প্রতিভাসে জানান দেয়,এই রাত শুধু দুজনার
রাতের বেলীরা পুস্ফুটিত হয়ে,বাসর মিলনে সুরভীতে ভরিয়ে দেয়,ভাঙা চালার বিছানায়,
প্রণয়ীনীর কম্পিত ঠোঁটের,যৌবন উছলিত হয়ে ঝরে পড়ে,মধুচন্দ্রিমায়,
এলো চুলে ছুটে চলে,জানালার ফাঁকে ভোরের রবির কিরণমালা দেখার ছলনায়।।


রাত শেষে ভোরের মিষ্টি বাতাস মেখে,জানালার গরাদ ছুঁয়ে মনেতে শান্তির বাসনা,
এই রাত শুধু তোমার আমার ছিল গো জানি,বলবো কি আর,আবার তোমায়!
মনেতে ভীষন খুশি,দাঁড়াতে পারছিনা আমি,তোমাকে ছাড়া,কোনো কিছুতেই আর,
পরম সুখে কেটেছে আমার,ওগো প্রিয়,মিলন বাসর অহংকারী হোক নতুন রাত।।


এটাই মোর জীবনে ছিল চাওয়া পাওয়া,মিটিয়ে- দিলে তুমি অপেক্ষার অবসান বেলা।
মধ্যযামিনী মায়াবী চাঁদ,সাক্ষী হয়ে রয়ে গেল,ওগো তোমার আমার মধুচন্দ্রিমা,
গন্ধ মাখা এই রাত,বারে বারে আসুক ফিরে,জীর্ণ কুঠিরে ওগো ভাঙা চালায়,
আর একটা রাত নামুক গন্ধ মাখা বিছানা,অপেক্ষার অবসান হবে তোমার আমার ।।


নিশিতে বাঁশির সুরে,দুলে উঠবে,ভাঙা কুঠিরে প্রদীপ শিখা,যেন নদীর মুকুর তলে পূর্ণচন্দ্রিমা,
তোমার বুকে রেখে গেলাম,আমার মূর্ত কাননের একটি ভালোবাসার গোলাপ.!
যত্নে রেখো গো তুমি,আমার স্মৃতি,রাতের কুঠিরে দিয়ে গেলাম তোমায় যে উপহার..!
বলবে লোকে.!তোমার আমার মিলিত ভালোবাসার- স্মৃতির নিদর্শন সৃষ্টির অলংকার।।
__________রচনাকাল:-০২/০১/২০২১/