#জান্নাত বুকে শিরিন হাসি#
____________★★★_____________
______________★_______________
কলিমে--#ইয়াসিন সেপাই/০৪/১১/২০২০
__________________________________
সন্তান.....
মাগো তোমার হাসির মত,হয়না কেন আমার.!
শত চেষ্টায় হাসছি আমি, তোমার মত এবার,
দেখতো মা..তোমার মত হয়েছে কি আমার.?
মা......
ওরে খোকন তোর হাসি, আমার মতনই হয়,,
তুই যে আমার হাঁসির ভুবন,সব মায়েরই তাই,
তুই না থাকলে আমার মুখে,হাঁসি কেমনে হয়।
সন্তান.......
ওগো মা তুমিই আমার আসমান-জমিন সমান,
তোমার মায়া শেষ হয়না,যেমন সাগর কুল নাই,
মায়ের বুকে শান্তির পায়রা,ছায়া দেয় সবসময়।
মা......
সোনা আমার সোনা আমার,নাড়ি ছেঁড়া ফুল তুই,
দশ-মাস,দশ-দিনের সেই,চেনা পৃথিবী আমার তুই,
তোর জন্যে দোয়া..সদা,দো-জাহানের কাছে চাই।
সন্তান.......
মায়ের মত হয়না কেউ,যখন একলা ঘরে রোই,
মুখটি মায়ের না দেখলে, বড্ড কষ্টে আমি রোই,
যখন হাঁক মারে মা সোনা"..বুক চিতিয়ে দৌড়োই।
মা.......
মায়ের বুকে ফুলের বাগে,সুগন্ধি গোলাপ তুই,
প্রথম ভোরে দুলিয়ে মাথা,হেসে উঠিস বুকে তুই,
আমি দেখি প্রভাতে কিরণে রবি ছটায় শুধু তুই।
সন্তান.....
সকাল হলেই ছুটে যাই, মায়ের আড়াল হলেই,
ছড়ি নিয়ে খুঁজতে বারহয়,ঘরে আয় এক" তুই,
জানি মা,মারবে একটু,আবার চুমা দেব তুমিই।
মা.....
দুষ্টু আমার, সোনা আমার,কাঁদাস কেন তুই.?
মায়ের কষ্ট বুঝলি নারে...পাগল ছেলে তুই.!
আমার বুকের মাঝ দরিয়া,নৌকার পাল তুই।
সন্তান....
জগৎ সেরা মা-ই-ত..হয়,নামটি তার জন্মজননি,
মাকে কেউ দিওনা কষ্ট,বলছি সেই..ছেলেটা মুই,
মা-ই..যে,জান্নাতিনি...ভুলিয়া যেওনা কেউই।
   ___________রচনাকাল--০৩/১১/২০২০/