শিরোনাম- #চিরসত্য_মৃত্যু...
কলমঃ-ইয়াসিন সেপাই


বাঁশ বাগনের ঝোপের ধারে,কবর খানা খোঁড়া আছে,
কেউ জানেনা কোন কবর,ডাকবে কাকে কোন সময়ে,
ঝিঝি পোকা উড়ছে সেথায়,নিঝুম রাতে দলে দলে,
একলা ঘরে,একলা শুয়ে, থাকতে হবে বিধির নিয়মে,
মনের ঘরে কেঁপে ওঠে,যেতে হবে সবই ছেড়ে রবের ডাকে।


মাটির ঘরে ঘুমের দেশে,বসত করবে সব জোনা,
বদ্ধ ঘরে থাকতে হবে,কেউ রবেনা আপন জোনা,
ওরে মানব ভাবিস কি তুই,দুনিয়া কি শেষ ঠিকানা,
রঙিন জীবন গড়তে সময়,ব্যায় করলি জীবন খানা,
সওয়াল জবাব সহজ করতে,স্বরণ করো কবর খানা।


নিত্য নতুন পোশাক সাজে,অহংকারী বেশে পথচলা,
তিন টুকরো সাদা কাফন,অঙ্গে জড়িয়ে অন্তিম সজ্জা,
পথ চালাতে উঁচিয়ে মাথা,শেষ হবে চার কাঁধর ভরসা,
চোখের জলে বিদায় দেবে,সঙ্গ তোমার কেউ হবেনা,
বুঝবে তখন দুনিয়াদারী,মিছে ছিল তোমার ভালোবাসা।


যাবার আগে সাজিয়ে নিও,রঙিন জীবন আমলনামায়,
সাদা পাতা পূরণ কোর, অঙ্গীকার যে খোদার ওয়াদায়,
শুন্য ছিল জীবন তোমার,ভরিয়ে দিয়েছে আল্লাহতালা,
রবের পায়ে লুটিয়ে দিও,সাজানো তোমার জীবন মায়া,
পুরুস্কৃত হবে তুমি,শেষ বিচারে কিয়ামতে রবের মায়ায়।


মানব জাতি ধন্য তুমি,মহান রবের সুন্দর সৃষ্টির সেরা,
নরম পায়ে মাটির বুকে,দর্পিত না হয়, তোমার পথ চলা,
দিনে রাতে রবের কাছে,কৃতজ্ঞতা"সাথে করো সেজদা,
গরিব এতিম, দিন দুঃখীরে,তরজন না হয় শক্তিমত্তা,
দুহাত ভরে ছড়িয়ে দাও,যাকাত নামক আর ফেতরা।
__________রচনাকাল-২২/১১/২০২২/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/