◆করোনার ত্রাসে পৃথিবী◆
           কলঃ- ইয়াসিন সেপাই
          তাং- ২১/০৩/২০২০২
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
মৃত্যুর ভয়ে থর-থরিয়ে উঠিছে বিশ্বের ঘরে- ঘরে মানুষ্য জাতি আজ,
কি হবে কি হবে বুঝিতে মোরা নাহি পারি শঙ্কাতে বন্ধ রাখি কপাট দুয়ার,
মহা বিশ্ব সংকটে আজ, এ দায় কার? বুঝিতে নাহি পারি মোরা মানুষ্য জাত,।


মানুষে মানুষে লড়াই করেছি,মৃত্যুর মিছিলে, গোনা যেতনা লাশ,
ভয় তো তখন লাগেনি মোদের,ওরে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব মানব সন্তান!
আজ কেন ত্রাসে কাঁপিছ ওরে জগৎ বাসী- মনে কি ছিলোনা তখন,মোদের উপরে আছে এক সর্বশক্তিমান ঈশ্বর,।


করোনা ভাইরাস এক বিপদ সংকেত, বুঝি চেতনা মানব জাতির তরে!
যদি করতাম স্বরন আমরা,দিনে একটি বার মহান স্রষ্টার দরবারে।
ওরে বিশ্বের মানুষ্য জাতি,দেখ না চেয়ে,সবাই ত আজ মহা- সংকটে,
কি হবে বিভেদ গড়ে মানুষে মানুষে, পৃথিবীর বুকে থেকে।


আজ বিশ্বের মানুষ্য জাতি করোনা ভয়ে,মুখ ঢেঁকেছে যে যার মত করে,
মৃত্যুর ভয়ে আতঙ্কিত মানুষ আজ,সবাই করছে একটু বাঁচার প্রয়াসে,
করোনা ত জানেনা,কে কোন জাত,শুধু জানে করতে হবে আঘাত,
তবু কেন আমরা নিজেরা বিভেদ করি, মানুষে মানুষে বার বার।


পৃথিবীতে মরন ভাইরাসে ছেয়ে গেছে,আমরা মানুষ সংকটে আজ,
জানি না এ বিপদাপন্ন কবে কাটিয়া উঠিব,শুধু জানে সর্বশক্তিমান ঈশ্বর,
ওগো করুণাময় ঈশ্বর তুমি দাওনা বলে, এ- মরন ভাইরাসের কি আছে প্রতিকার,
সবাই চাই আমরা করোনা থেকে নিরাময়, তোমার দরবারে তুলে দুটো হাত।।
   ---------------------------------
    রচনাকাল= ২১/০৩/২০২০