মা-আমি খুব..
              কালো?
=======================


আমি গাঁয়ের এক কালো মেয়ে নাম আমার শ্যামলা বরণী,
দুঃখ আমার মনে সেই ছোট বেলা থেকে,
শহরের বাবুরা যখন আসে আমাদের গাঁয়ে,
চুপটি করে দাঁড়িয়ে থাকি চাপা দুঃখ নিয়ে
ওদের মত রং হয় না কেন আমার গায়ের,
মায়ের উপর অভিমানে কাঁদি রোজ রাতে
এমন মেয়ে জন্ম দিলি মা,আঁধারও দেখে কাঁদে।


শ্যামলী বোলে ত, দূরের কথা! কালি বলেও কেউ ডাকে না আমাকে!
আমি গাঁয়ের কালো মেয়ে,আমার মায়ের শ্যামলা বরণী মেয়ে,
মাঝে মাঝে মনে হয় মিশে যাই কালো মানুষের ভিড়ে,
সবাই কালো পাথর দেখে পাইলে গ্যাছে ,
খোঁজেনি কেউ ঝর্ণার স্রোতে এসে।


হঠাৎ একদিন বাবা বললো শ্যামলী আজ দেখতে আসবে তোকে,
তৈরি থাকিস কাঁচা হলুদ নতুন শাড়ি পরে
তোর গলার গান শুনে শ্যামল বাবুর ইচ্ছে  ওনার পুত্রবধূ করে নিয়ে যাবে তোকে,
এক দিন এলো দেখতে,ছেলে পক্ষ থেকে।


কিন্তু আমাকে দেখার পর একটা কালো মেঘে,
আকাশের চাঁদটাকে ঢেকে দিয়েছিল এসে,
সেই থেকে চাঁদ আর এই মুখী হয়নি কোন কালে।
এত যর্ন্তনা এত ঘেন্না আমার সহ্য আর হয় না মনে ।


আমি সেই গুণবতী সুরেলি ও কন্ঠনি এ কথা জানতো ত আগেই!
আমি কালো খুব কালো তাইতো নাম আমার শ্যামলী,
ভুরু কুঁচকে, মুখ সিটকে তারা বোলে
গেছে
সবই ভালো! কিন্তু বড্ড শ্যামলা বরণী,


        ===ফিরে দেখা নাগর-রে===


বন্ধু আমার কোথায় গেলি স্যামলিকে ফেলে,
বন্ধু আমার পাইলে গেলি কোন সে দূর দেশে,
ও বন্ধু কইয়া যাওনি কোন দেশে তুমি যাও রে
আমার পরান কাঁন্দে বন্ধু, মুই যে অবলা নারী রে,
তুমি মোর জৈবন বন্ধু তুমি মোর হিয়া রে,
তুমি মোর মনের ভমর সৃষ্টিরও স্বর্ণকার রে
মোন বাগিচার মোর ফুল রে বন্ধু তুমি যে তার মালিরে ।


বন্ধু আমায় গেছে ভুইলা বুঝি তার নাই মনে
ঘরে আমার মন বসে না তা কিরে সে জানে?
বন্ধু আমায় দিলো ফাঁকি এ দেহ আর কেমনে রাখি গো
আমার ভাঙা কপাল ভেঙে গেল হারানো দিন কই এলো।।


তুমিত বোলেছিল আমার গান ই তোমার মুক্তির আকাশ ,
তুমিত বিলেছিলে আমার কবিতা তোমার সুধ্যতম বাতাস
তুমিত বলেছিলে আমার কন্ঠ তোমার এগিয়ে যাবার প্রেরণা ।
কি হলো জৈবন বন্ধু রংয়ের কাছে প্রেম সমাপন ?
আচ্ছা তুমি কি ফিরে আসবে না আর আমার কাছে একবার????
   ================


    @...ইয়াসিন/২৯-০৯-১৯/