নিদ্রামগন
            তুমি যখন
__________________


তুমি যখন নিদ্রামগন,
          গগনে পূর্ণিমা রাত
কে দেয় তোমায় স্বপনের শয়নে
         মধুর ও ঝংকার।
নয়নের ঘুম নিল কেড়ে,
         উঠে বসো শয়ন ছেড়ে,
মেলে আঁখি চেয়ে থাকো
         পাও না অবেক্ষন তার ।


পাশে তোমার এসেছিল
               তবুও জাগো নি
কি সুপ্তি পেয়েছিল তোরে
              হতভাগাIনী।
এসেছিল নীরব রাতে
        পূর্ণ চাঁদ ছিল হাতে,
স্বপনের মাঝে দিয়ে গেলো
        মৃদু জ্যোৎস্না রাতে ।


               @...ইয়াসিন/২৩-৭-১৯