≈≈≈≈≈ওগো বৈশাখী≈≈≈≈≈  
                  ===========
   কলঃ--ইয়াসিন সেপাই-০৬-০৩-২০--  
   ●●●●●●●●●●●●●●●●●●●
ওগো বৈশাখী তুমি জানো না,
এই যে মোদের গোপন মিলনে পয়লা দেখায়,
কেউ জানে না,আমরা শুধু জানি!
তোমার রূপে এমনি করিয়া বেসেছি প্রিয়া- তোমায় আমি।
চৈত্রের শেষে এই ধরণীর তলে হয়েছ তুমি আমার চোখে বন্দিনী।


পুবের ঐ গগন কোনে,এলে তুমি সংগোপনে,
প্রথম ভোরে ছড়িয়ে দিলে কিরণ প্রভা,
রেশমি মেঘের আঁচল তলে।
ওগো বৈশাখী তোমার মুখে,সসীমের মাঝে যেন ছায়া পড়ে, সুন্দরী অর্চিতে।


রক্ত রাঙা মুখে তুমি,প্রখর রোদে তেপান্তরে,
ওই যে তুমি নীলা মেঘে,অসীম ছায়া তলে-
তোমার,এলিয়ে-দেয়া মুক্ত কেশে।
তুমি যেন এই ধরার বুকে নর-নন্দিনী,
তুমি যেন আমার প্রিয় কিবিতার বৈশাখী।


শান্ত নদীর আরশি-তলে,দেখছ কি কৌতুহলে,
ললাটে কে সাজিয়ে দিলো,হীরক টিপে!
ভাবছো বসে মনে মনে? তোমার মুখে ছায়া- পড়ে,দেখায় যেন নন্দনে ফুল বনে,
বৈশাখী তুমি যেন শ্বপন,ধরা তলে।


ওগো বৈশাখী তুমি মোর প্রিয়া,তাই-ত আমি- ভালোবাসি তোমায় হৃদয় দিয়া,
শুনেছি গো তোমার মুখে মৌন বাণী।
তাই নতুন আসা নিয়ে থাকি আমি দিবানিশি
যত দেখি, তবু দেখার রয় যে বাকী!


ওগো বৈশাখী,তোমার রূপের পূজারী শুধু কবি আমি একা নয় :-
বৈশাখী.তোমার রূপের পূজারী ভরা ভুবন ময়,
আমি যে বৈশাখী তোমায় শুধু,গভীর চাহনি- দিয়া,দেখি প্রাণ-ভরিয়া সর্বদা-
তোমার রূপরাশির চমকিত আভায়।
           --------------------------
         রচনাকাল=০৬/০৩/২০২০/
                          06/03/2020/
          ---------------------------