প্রেয়সী বুঝি এলো না..!
                ◆◆◆◆◆◆
          কলঃ- ইয়াসিন সেপাই
-----------------------------------------
ওগো আকাশ তারা তোমরা ওই প্রদীপ খানি জেলোনা,
প্ৰণয়িনীর বুঝি আঁধারে, আমার কাছে আসা হবেনা!
ওগো যামিনী আকাশের চাঁদনী, তুমি চন্দ্রসুধা হয়ে মাটিতে পড়োনা,
আমার বুঝি বালুর চরে,ওর সাথে মিলনে- মিতালিত হওয়া হবেনা!


ওগো পুবের রবি তুমি,রূপের ছটা হয়ে প্রভাতে ঝরে পড়োনা,
আমার প্রণয়িনীর সাথে বুঝি, হাতে হাত রেখে পথচলা হবে না!
ওগো পাখি তোমরা পূর্বাহ্নে, সুরে সুরে কলতান করোনা,
আমার প্রণয়িনীর বুঝি তোমাদের,কলতান সোনা হবে না!


ওগো ভোরের শুভ্র ফুলের দলেরা, বাতাসে সুরভী আবেশ দিওনা,
আমার প্রণয়িনীর বুঝি বাহারি বাগিচায়, সুগন্ধি ভরা শ্বাস নেবেনা!
ওগো তরলমতির দল, তোমরা পাখনা মেলে ফুলে ফুলে উড়োনা,
আমার প্রণয়িনীর বুঝি,তোমাদের বাহারি রঙে অবধান পড়বেনা!


ওগো ফুল তুমি পুস্ফুটিত হয়ে শাখায় দোল খেয়োনা,
আমার প্রণয়িনীর বুঝি বাগিচার ফুলে মালা গাঁথা হবেনা!
ওগো ফুল তুমি ফুটেছ কুঞ্জবিতানের শাখীতে শাখীতে,
আমার প্রণয়িনীর বুঝি বাগিচায়, দেখা হবেনা  তোমাদের সাথে!


ওগো নদীর স্নিগ্ধ জল তুমি আজ প্রশান্ত থেকো না,
আমার প্রণয়িনীর কন্ঠের সুর, তোমার বুঝি সোনা হবে না!
ওগো বাতাস তুমি মাতাল ঝড় হয়ে, বোয়ে এসোনা,
আমার প্রণয়িনীর বুঝি আঁচল খানি, হওয়ায় দোল খাওয়া হবেনা!