======প্রথম শিক্ষা আমার মা....
            -------------------------
কলঃ--ইয়াসিন সেপাই/২৭-০২-২০
         -----------------------------
মানব শিশুর জন্মের পর থেকে,
      শৈশব ও কৈশোর কাল পর্যন্ত।
           বাবা-মার হাতে তুমি দিয়েছো,
                চরিত্র গঠনের কঠিন দায়ভার।


পথ চলাতে পেয়েছি যার প্রেরণা
     গুটিকত পায়ে হাঁটতে শিখেছি জখনা,
        পেয়েছি সেই স্নেহেভরা মহান দুটি হাত,
               তখন বুঝিনি ত আমি,এ কার হাত!


প্রথম কথা বলা শিখেছি মা-ডাক দিয়ে,
   ভাষা জ্ঞান ছিল নাকো তখন আমার যে,
       ভাষার ভান্ডার দিয়েছো তুমি সব মাকে,
               সব ভাষাতে ডাকে শিশু,মা,মা বলে।


সব মা-কে দিয়েছো তুমি সবুজ রঙা মোন,
   দুর্বাতে লেগে থাকা শিশির যেন,মায়ের ধন,
      শিশিরে পরশে যখন,সবুজে সতেজ মোন,
        শিশির শিশু ভাবে,এ-যেন মায়ের কোল।


প্রথম শিক্ষা গুরু আমি পেয়েছি মা-কে
   ভুলবো না মায়ের শিক্ষা আমি,মৃত্যু কালে।
      উষ্ণ মায়ের কোল,আমার যে প্রথম স্কুল,
        হে প্রভু তোমারই দান মমতাময়ীর কোল।
                     ☆☆☆☆☆☆☆☆
             ===========২৭-০২-২০২০