শিরোনাম- পুরুষ নয় গো..তুমি, কাপুরুষ
কলমঃ- ইয়াসিন সেপাই/


ও...হে পুরুষ তুমি নারীর অলংকার এটাও যেমন ঠিক, তেমনি এটাও ঠিক,
নারীর গর্ভে জন্ম তোমার ঋণ,
ভুলে যেওনা তুমি.!
ও...হে পুরুষ তুমি কোন এক নারীর কাছে ঋণী,
এক ফোঁটা মাতৃ দুগ্ধে..
ভুলে যেওনা তুমি.!
ও...হে পুরুষ তুমি নারী রক্ষণোপায় যেমন ঠিক,
তেমনি নারীর মাতৃ স্নেহের উর্ধ্যে নও তুমি.!
ও...হে পুরুষ তুমি জন্ম নিতে পারো নারীর গর্ভে,
"জন্ম ধারণ ক্ষমতায় অশক্ত তুমি।


ও...হে পুরুষ তুমি সব কষ্ট সইতে পারো,
নারীর প্রসবের পাঁজর ভাঙা যন্ত্রণা সোয়েছ কতবার তুমি.?
ও...হে পুরুষ তুমি বলেছ আমি, আর, অর্ধাঙ্গিনী,
তবে কেন পুরুষত্বের জোর চাপিয়ে দাও, এক দুর্বল নারীর উপরে নিত্যদিন তুমি.?
ও...হে পুরুষ তুমি ভুলে যেওনা তোমারই বাম পাঁজরের এক হাড় হইতে তৈরি ওই অর্ধাঙ্গিনী.!
ও...হে পুরুষ তোমার অস্ত্বিত্ব কোথায় ছিল জন্মের আগে জানতে চেয়েছো কোন দিন-ই?
নিশ্চয় দশ মাস, দশ দিন, গর্ভেতে ধারণ করে,দিনের আলো দেখিয়েছিল,কোন এক মা রূপে নারী জাতি।


ও....হে পুরুষ তোমার দম্ভের জোর আছড়ে পড়ে যখন নারীর চুলের উপর মুঠি,তুমি নও পুরুষ
সমগ্রহ পুরুষ জাতির লজ্জা তুমি একটা কাপুরুষ।
ও...হে পুরুষ তোমার ওই দুটি হাত,সদা সময় রহমত রূপে অধিকার চায় মানবী,
মানায় না তোমার ওই হাত নারীর উপর নিষ্পেষন!
ও...হে পুরুষ দীর্ঘ্যসময় কাটিয়েছ, রূপের বর্ণনাতে "সঙ্গিনী রূপে তুমি,
উগ্রমূর্তি আচরণে বুঝিয়ে দাও তুমি,পরক্রিয়া বহিছে তোমার মনের গভীর ও ধমনীতে খুনোখুনি,


ও...হে পুরুষ.. নারী রূপে মত্ত যে পুরুষ,স্বাভাবিক মনে ধরা দেয়না কাপুরুষ।
চাঁদের আলো ক্ষীণ হলেও,নয়নাভিরাম জোৎস্না মাখা পরশে সুখ এনে দেয় এক শান্তি,
নারী জাতির হাতের ছোঁয়ায় সংসারে এনেছে,যুগ যুগ ধরে এক প্রশান্তি,
তবুও কেন ভিক্ষের ঝোলা হাতে স্বামীর দ্বারে খাড়া হয়,আমি গৃহিণী নারী তোমার সংসার আমার চিরদিনি.!।
________
_____রচনাকাল- 16/10/2022
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া//