শিরোনাম- #রাজ_তীর.....
কলমঃ-ইয়াসিন সেপাই//
তীরের ঘাতে ঢেঁকেছে পালক,
মেঘের গায়ে ছুটন্ত রক্তের ফোঁটা আকাশ বুকে যেন রক্ত গঙ্গার স্রোত,
রক্ত বিন্দু চুয়ে ভিজে গেছে অববয়,
নীড় খুঁজে চলেছে নীল গগনের পথ ধরে-
ঢলে পড়া চোখে,
মৃত্যু হাতছানি প্রতিটি নিঃশ্বাসে বারেবার,
মৃত্যুকে সাক্ষী রেখে বিদায় নেবে হয়ত,
বাছার ঠোঁটে স্নেহের চুম্বনে মাতৃ মনেতে.!


রাজার রাজ তীর বুকে বিঁধেছে, দম্ভের নিশানা মায়ের কলিজা ফুঁড়ে,
ইশাদী কেউ ছিলোনা রাজার রাজপ্রাসাদে,
শুধু ঢুঁকরে ওঠা এক দীর্ঘশ্বাস মিশে গেল রাজ প্রাসাদের চার দেওয়ালে।
শব্দের ঝংকারে দ্রুত আছড়ে পড়লো রবের দরবারে, এক মায়ের কলিজার কম্পিত চিৎকার।


দম্ভের জোর,পরাক্রম ও নির্দয়তা,ধূলি কণা হয়ে একদিন মিশে যাবে সাড়ে-তিন হাত জমিনে অন্ধকার ঘরে,
বিরান প্রাসাদ অভিশাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে কোন এক নামে অক্ষর মালা সাজিয়ে।
সমাধির ফুলগুলো শুকিয়ে দোল খাবে ঘূর্ণিপাকে রাস্তা ও রাজমাঠে।


তোমার সাধের পৃথিবীতে মূল্যবান সময় টুকু থেমে থাকবেনা, চলবে আপন বেগে,
তোমার কাছে থমকে যাবে সময়,পশ্চিম কোনে ঢলে পড়া সূর্য্যের মত,তোমায় ছাড়াই থাকবে দিনমান,
কি হবে নিশান উড়িয়ে নিশান বদল হবেই কোন একদিন,
তোমার আমার সমাধির উপরে সমাধিতে।।
______রচনাকাল ১২/০৪/২০২৩/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া-