শিশু মনে প্রার্থনা
       সরস্বতী দেবীর কাছে🙏
=======================
শৈশব ছিনিয়ে, মা দিয়েছে স্কুলে
পাশের বাড়ির ছেলে নাকি যায় স্কুলে,
তকেও যেতে হবে ঘুম থেকে উঠে,
ওই বাড়ির ছেলে এক ক্লাস এগিয়ে,
তকে হতে হবে এবার প্রথম ক্লাসে,
ওগো দেবী সরস্বতী বলোনা মাকে
বড্ড কষ্ট হয় আমার ঘুম থেকে উঠে ।


সকাল হলেই স্কুলে ব্যাগ নিয়ে কাঁধে
মা-বলে পারিনিস জোরে জোরে হাঁটতে,
এমনি করেই শৈশবের দিন যায় চলে
শৈশব নিচ্ছে কেড়ে, সম্মুল্যের জেদে,
শৈশব যে কত দামি দ্বন্ধে যায় ভুলে
পাশের বাড়ির ছেলে কত ভালো পড়ে।
  
সাবজেক্টে চাই আমার সবেতে ১০০,
মা বলে না পেলে.. রাখবো না জ্যান্ত
ওদের ছেলেরা পড়ায় কত..ভালো,
তুই হচ্ছিস আস্ত বোকা আমার কলঙ্ক,
সরস্বতী দেবী তুমি দাওনা মা-কে বুদ্ধি
ভালো লাগেনা এই বয়সে স্কুল ঝক্কি।
           ================
     🖊️...ইয়াসিন সেপাই/২৯-০১-২০২০