#শহীদের_রক্তে_স্বাধীনতা
________________🇮🇳🇮🇳🇮🇳_______________
     কলমে-#ইয়াসিন_সেপাই/
_______________________________________
হিন্দু-মুসলিম রক্ত দিয়ে, স্বাধীন এনেছিল ব্রিটিশ শাসন হতে ছিনিয়ে,
এই মাটিতে শুয়ে আছে, নর ও নারী, বীর-বিরাঙ্গিনী রক্তে ভেজা কাফন জড়িয়ে,
কেমনে মোরা ভুলি তারে,জীবন দিয়ে গেছে চলে কত কত বছর আগে,
সব ভুলেছি জাতের নামে,মিথ্যা খবর ছড়িয়ে ভারত মাতার সন্তান শহীদদের।।


ইতিহাসের পাতায় লেখা আছে,কতশত শহীদ রক্ত দিয়েছে ধর্ম জাত না দেখে,
হিন্দু হোক,মুসলিম হোক,নিশান ত ছিল,ভারতের তিরাঙ্গা কাফন মাথায় বেঁধে,
বাতাসে লাশের গন্ধ,চেনা যায়নি, হিন্দু কি মুসলিমের অলিতে গলিতে.!
এখন দেখি বিভক্ত করছে,ভারত ছিল কোন জাতের, স্বাধীন পেতে বিরোধী করেছিল যে জনে.!


রক্তের কোন জাত হয়না,বুঝলনা সৃষ্টির সেরা মনুষ্য- জাতি ভারতের মাটিতে.!
মায়ের আঁচল ভাগ করিস না,সব সন্তানের ছায়া, ভারত মাতার আঁচলে,,
হাজার মায়ের বুকে সন্তান,নিচ্ছে শ্বাস,জয় হিন্দ উচ্চরণের শব্দে শব্দে,
ধর্মের নামে ছিনিয়ে নিস-না,মায়ের গর্ভে থাকা,দশ মাস দশদিনের,নাড়ি ছেঁড়া সন্তানকে..!


সামনে থেকে বুলেট বুকে,লুটিয়ে পড়েছে হাজার লাখো তাজা ফুল এই মাটিতে.!
এখনো মাটি শুঁকলে গন্ধ পাই, বীর শহীদের রক্তের ভেজা ভারত মায়ের বুকেতে.!
আজও..দেখ দাঁড়িয়ে আছে ওরা,দুই-হাতে মুষ্টি তুলে শহীদ বেদিতে তেরেঙ্গা উঁচিয়ে,,
যত আছে সমাহিত শহীদ বীর,ভারত মাতার কোলে, ফলকে লেখা আছে, ভারত আমার মা যে।।


ফাঁসির কাঠে ঝুলিয়ে ছিল ওরা,নাবালক ক্ষুদিরাম কোন এক বিরাঙ্গিনী মায়ের বীর সন্তানকে,,
আস্ফাকুল্লা ফাঁসির আদেশে, বৃহদায়তন হয়েছিল দেহযষ্টি,,দেশের জন্য মৃত্যু বরণে.!!
কেমনে আমরা ভুলি বলো,ওরে বোকা হিন্দু মুসলিম ক্ষুদিরাম ও আস্ফাকুল্লাহকে.!!
মায়ের বুকে যন্ত্রনার কষ্ট, উড়ন্ত তিরাঙ্গা দেখে কমে ছিল শহীদের মায়ের বুকে।।


ব্রিটিশ বাহিনীর বুটের শব্দে কম্পিত ছিল,হাজার মায়ের বুক,ভারত স্বাধীনতা পেতে,,
বীর শহীদের, তাজা রক্তের অবস্থান্ত-রে থেমে ছিল কম্পন, হাজার মায়ের বুকে.!!
শেষ বিচারে ফরিয়াদ করবে,মহান রবের দরবারে,দুই হাতে নিয়ে,,বলবে শহীদ আমার ছেলে.!
শহীদ বীরের কপালে লেখা আছে,পবিত্র রক্ত দিয়ে হিন্দুস্তান হামরা হ্যায়.।।


রক্তে ভেজা মায়ের আঁচলে,মুখ মুছে, বিদায় নিয়ে- বলেছিল,,স্যালুট তিরাঙ্গা সবসে উঁচা হ্যায়.!
বিধবার শ্বেত শাড়িতে, সোহাগের তাজা লাল রক্ত
ভুলে ছিল দেশ স্বাধীন পেতে.!!
আজও সেই দিনটির কথা মনে পড়লে,সম্মানে নতসীর হয়ে পড়ে সকল ভারতবাসীরে,
হাঁ.. এটাই মোদের সেই ভারতবর্ষ,হিমালয় সে উঁচা হিন্দুস্তান হামারা হ্যায়।।
___________________রচনাকাল-২১/০১/২০২১