সখী বুঝি আসছে...!
        কলমে- ইয়াসিন সেপাই
               07/05/2020
     =========================
নিত্যের তালে সখী বুঝি আসছে দুয়ার প্রান্তে,
নির্লিপ্ত মনে নিহারন থাকি বাতায়ন খুলে।
ঝুমঝুম শব্দে,পাখিরাও সুর তুলেছে,নুপুরের ছন্দের তালে তালে।
সকাম মনে, কালহরণ শেষে, ছুটে চলি,দুয়ার প্রান্তে সখী মোর আসবে বলে,
সখীর নরম পায়ের ধূলির ছাপ অবলোকন করবো বলে।


জানিনা আমি দেখতে পাবো কি! সখীর চরণ- ধুলা যখন দুয়ার প্রান্তে পড়বে।
কালবৈশাখীর কড়াল থাবা দিচ্ছে আমায় পথ আঁটকে বারে বারে,
সখীকে আমি দেখবো আজই,, দোয়ার প্রান্তে, সামনে থেকে দাঁড়িয়ে,
এক মনেতে ছুটতে থাকি, মাতাল ঝড় ভেদ- করে পাগল হয়ে মিশে।


এলো চুল সখীর গালেতে মনেহয় ঘন কালো কালবৈশাখীর ঘনঘটা মেঘে,
সখীর ললাটে লাল চন্দন টিপ,যেন পশ্চিমের অস্ত রবি, মেঘের আড়ালে,
কাজলের ফাঁকে বিজলি চমকায় সখীর ওই দুটি নয়ন সপ্রেমে ।
এখুনি বুঝি আছড়ে পড়বে আমার বুকে সখী, রোশাবেষ দুমড়ে মুচড়ে দিতে।


যখন এলো সখী মোর দুয়ার প্রান্তে, দুধে-- আলতা রাঙা ঘর্মাক্ত শরীরে,
নাকের নোলক তর তর করে কেঁপে উঠিছে, যৌবনের ঢেউ দুই ঠোঁটের ফাঁকেতে,
দুধে আলতা রাঙা,ধূলি মাখা পায়ের ছাপ, পড়বে এই বুঝি দুয়ার প্রান্তে,
কতকাল কত সময় ধরে অপেক্ষায় থেকেছি, সখীর এই পদচিহ্ন দেখবো বলে।


আমি আজ দিসে হারা যে, রূপের অধকারিনি সখীকে সামনে পেয়ে
হাতটি বাড়িয়ে সখীকে নিলাম কাছে টেনে যেন সদ্য ফোটা ফুলের গন্ধ অঙ্গে,
সখীর কেশে আলতো ছোঁয়ায় মিতালিত হয়েছি কখন যে..!
আছড়ে পড়ে বুকে, সখীর উষ্ণ শ্বাস,যৌবনের উচ্ছাসিত তরঙ্গীত হয়ে ।