সোনার হাতে....
                  সোনার কঙ্কন.....
    ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
            কলঃ--ইয়াসিন সেপাই
          ===================


সোনার হাতে সোনার কঙ্কন,
            কে কার কাছে অলংকার ?
কৃষ্ণকলি নাম যে তোমার,
           অঙ্গেতে,কনক চাঁপা রং বাহার।


গাঁয়ের মেয়ে কৃষ্ণকলি আটপৌরে,
          দেখায় ভালো, গোধূলি স্বর্ণ রোদে,
কৃষ্ণকলি স্বর্ণ সাজে, উঠন মাঝে,,
          মনে হয় পূর্ণিমার চাঁদ মাটিতে।।


দ্বীপের শিখার কাজল কালির
          আঁকা.ওই দুটি চোখ কৃষ্ণকলির,
ঝিনুক মালা সাগর ভেবে,মুক্ত বুকে,
          ঘুমিয়ে পড়ে,কৃষ্ণকলির কাজল চোখে।

কৃষ্ণকলি হাতে বাঁধা, স্বর্ণ চূড়া গাঁথা,
        দুই হাতে স্বর্ণ তাগা,চাপা ফুলের মালা,
সোনা রঙে হাতে,কৃষ্ণচূড়া মানায় তাকে,
       গাঁয়ের মেয়ে কৃষ্ণকলি,কাঁকন ভরা হাতে।
        
নাকের নোলক দুলে ওঠে,চলতে গিয়ে পথে,
       দুই কানে ঝুমকা ফুলে,মানায় বেশ তাকে,
মেঘ বরণী কালো কেশে,বেলির মালা দিয়ে,
       চলন বাঁকে নুপুর পায়ে,ঝুম ঝুম.....শব্দে।


পলাশ রাঙা আলতা পায়ে, গাঁয়ের পথে
       কোকিল কন্ঠে সুর তোলে, ফাগুন ভোরে,
মুক্ত ঝরা হাসি মুখে, খিলখিলিয়ে ওঠে,
       কেশের গুচি উড়ে বেড়ায় দক্ষিণ বাতাসে।


পলাশ রাঙা শাড়ির পাড়ে,বসন্ত শাড়িতে,
      দক্ষিণ বাতাস দোল দেয় শাড়ির আঁচলে,
ঝরা পাতা ডালে কত..লাল পলাশ ফোটে,
     কৃষ্ণকলির সিঁথি ভরবে,পলাশ রাঙা লালে।
          ====================