সন্তানের প্রতি নিবেদন.......
কলম-ইয়াসিন সেপাই//
18/06/2022/
বাবার ছায়া মোদের কাছে----
     বট বৃক্ষের অনুরূপা,
বাবা ছাড়া জীবন মোদের-----
     অন্ধকারে সর্বনাশা,
বাবার রক্ত ক্ষরণ করে----
     ছেলের জীবনী লেখা,
এমন মানুষ হয় গো শুধু----
     বাবা নামক পৃথিবীটায়।
,
জীবন নদীর বুকে বাবা----
     ছুটে ছিলো পালের তরী নিয়ে-
ছেলের জীবন গড়ার---
      হিসাব নিকেসের খাতা হাতে,
শ্রেষ্ঠ সম্পদ রেখো গো আগলে----
     হিরের চেয়েও দামি বৃদ্ধ পিতা মাতা।


বাবা মানে পথের দিশা----
    হাজার ভিড়ের মাঝে ডর হীনতা,
শক্ত হাতে বুকে আগলে----
     রাখার ক্ষমতা আছে শুধু,
বাবা নামক মানুষটার।
হাজার বৃদ্ধাশ্রমে গুঁড়িয়ে দাও----
   বৃদ্ধ বাবা নামের সাইন বোর্ডটা।


সন্তান আজ অনেক বড়----
    বাবার বৃদ্ধ মনোভাবের কাছে,
ওই মনোভাবে তুমিও বেড়ে উঠেছ-----
      বাবার আঙুল ধরে হাঁটি হাঁটি পায়ে,
বাবার সমান হবে না তুমি----
     কোন কিছুতেই সন্তানের কাছে,
পারো যদি করতে সম্মান----
     বাবার ঋণ ছেলের অধিকার দিয়ে,
বুঝবে সেদিন বাবা আমার----
      ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে।।


______রচনাকাল-18/06/2022/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/