স্বপ্নে আঁকা
         =====প্রেমিকা
====================


শয়নে স্বপনে ঘুমের আবেশে আমি যখন তন্দ্রাহারা হয়ে,
আমি তখন দু-মুঠো রং নিয়ে মৃদু জ্যোৎস্না রাতে,
রাতের আকাশ পটেতে চিত্রাঙ্কন করেছি দু-হাতে,
জানিনা কে যেন এসেছিল আমার মনের গভীরে!
রং ছুড়ে আমি এঁকেছি তারই ছবি মনে- হয় আকাশে,
প্রথম ভোরে দেখবো বলে আমি দাঁড়িয়ে ছিলাম বাতায়ন ধারে।


রাঙামাটির পথে যেতে কোথাও যেন তারে  দেখেছিলাম,
মনেতে আমার তারই ছবি যত্নে করে যেন রেখে ছিলাম,
যদি পাই সুযোগ কোনো দিনও তাকে রাঙাবার
রামধনু বেসে এঁকে দেব পুরো আকাশ জুড়ে বরাবর,
দেখবে সবাই বলবে ওই দেখ আকাশটা পুরো রঙের ছবি
কোন পাগল প্রেমীর কাজ বুঝি এঁকেছে প্রেমিকার ছবি,।


হলো না আমার রঙের ছবি দেখা তোমার পাগল প্রেমিকের,
বীজনে এলো মেল করে ভেলায় নিয়ে গেল সুদূর নীলিমায়,
আবার যদি সুযোগ পাই তোমায় দেখার কোন বার,
পাথরে গায়ে খোদাই করে রেখে যাবো রূপের প্রতিমা,
তোমার রূপদেখে বলবে তখন সবাই পাথরের নাম প্রতিমা,।


সয়ন ছেড়ে যখন উঠিলাম আমি তখন দেখিলাম আকাশ পানেতে,
সত্যই কি তোমারই ছবি এঁকেছি আমি তারাদের উঠোনে,
যদি এঁকেই থাকি তোমারই ছবি,রং ছুড়ে
আকাশ পটেতে,
যদি খোদাই করেই থাকি পাথরের গায়ে তোমার রূপের প্রতিমা,
তবে কেন দেখিতে পাইনা তোমার ছবি আমার স্বচক্ষে-তে।
সে কি ছিল ওগো আমার শয়নে মনের স্বপনের মাঝে!


আমার হৃদয় জুড়ে দখল নিয়েছিল বুঝি, কেউ অজান্তে,
সে কি তুমি,আমি রং ছুঁড়ে আকাশ পটে এঁকেছি যার ছবি?
তোমার রূপের মহিমায় যেন আজ গগন ভরেগিয়েছে,
পৃথিবীর বুকে যেন আর একটা চাঁদের আবির্ভূত হয়েছে।
             _______________
    চাঁদের গায়ে চাঁদ লেগেছে নির্দয় প্রেমিক
  =========বুঝবে কি=========
        
          @...ইয়াসিন/১৬-০৯-১৯//