শরৎ-
    শিউলি-
           শুভ্র কাশ-
    প্রেম করেছি আমি=
====================


শোনো গো শরতের ভোরের শিউলি
শিশিরে ভেজা তোমার জাফরানী বোঁটায়,
প্রেম করেছি আমি।


শরতের শান্ত ভোর শিশির ভেজা মৃণ্ময় বিছানায় শিউলি ফুল,
যেন খসে পড়েছে রাতের ঝলমলে তারা,
প্রেম করেছি আমি


শোনো গো শুভ্রতার প্রতীক কাশ ফুল
তোমার বোনে আঁচল ওড়ানো দেখে,
প্রেম করেছি আমি।


শোনো গো দীঘির পুস্ফুটিত নলিনির দল
তোমার আকাশ মুখী পাপড়ি মেলা দেখে,
প্রেম করেছি আমি।


শোনো গো জল হারা শুভ্র মেঘের দলেরা নীল নির্জন,নির্মল আকাশে,দেখে তোমায়
প্রেম করেছি আমি।


মাঠে সবুজ ধান ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য, শরতের শান্ত ও স্নিগ্ধ রূপ দেখে,
প্রেম করেছি আমি।


শরতের দিনের উজ্জ্বল রোদ্দুরের নিমিষ
আর রাতের ধবল জ্যোৎস্নাস্নাত রূপ দেখ
প্রেম করেছি আমি।


শরৎকালে মনে নেচে ওঠে উৎসব আনন্দ
শারদীয়া দুর্গা পূজা,
কাশের দোল,ঢাকের বোল শিউলি তলে,
প্রেম করেছি আমি।
      ======◆======
@...ইয়াসিন//২৩-০৯-১৯//