শ্রাবণ ভেজা
                 পদতল====
__________________________


শ্রাবণ কনা জল ছিটিয়ে যায়
       সবুজ মাঠে ঘাট ভরায়,
গুড়ুম গুড়ুম শব্দ সোনা যায়
       দিক-বে দিক আলো ঝলকায়।


কালো মেঘের ভরা যৌবন
        জমিনের সে লীলা করতে চায়,
একলা পেয়ে প্রেম করিতে চায়
           দুষ্টু ওই কালো মেঘের দল।


ভেজা ঘাসের পায়ের ছোঁয়া তার
            বৃষ্টির ছন্দে সুর খেলে যায়,
বাঁকা আলের সরু পথে তার
         ছন্দের তালে সুর মিলিয়ে যায়।
          


ও তার শরীর বেয়ে নামে পায়ে
              কাপড় ভেজা জল কনা তার,
মেঠো পথে আঁকে কাদায় ছবি
           শ্রাবণীর পায়ের ভেজা তল  ।


মাটি শুখায় রোদ রোলুকায় তাই
          পা ধোয়া জল কি মায়ায় তার,
মেঠো পথে  ছাপ যে শুখায় সব
        শ্রাবণ কণার পদ তলের দাগ।


        @...ইয়াসিন//১৯-০৮-১৯