সমুদ্রের প্রেম
                নিবেদন=====
____________________________


সমুদ্র সারাজীবন প্রান্তের কাছে প্রেম চেয়েছে,
প্রান্ত কিন্তু সব সময় ফিরিয়ে দিয়েছে।


নাইয়া কিন্তু সবসময় সমুদ্র কে আপন করতে চেয়েছে,
সমুদ্র কিন্তু নাইয়ার কাছে অপনহীন ই থেকেছে ।


মানুষ সমুদ্রকে অবেক্ষন করতে চেয়েছে
সুমুদ্র কিন্তু ক্ষমতার অপ ব্যবহার
করেছে।


মানুষ সারাজীবন সমুদ্রেরের কলতান শুনতে চেয়েছে,
সুমুদ্র শুধু ভয়ার্ত গর্জন শুনিয়েছ।


প্রেমিক প্রেমিকা প্রান্তের কাছে স্মৃতি রাখতে চেয়েছে
রাখতে দাওনি তুমি,ধুয়ে মুছে দিয়ে       প্রেমের সমাধিস্থ করে দিয়েছো ।


তুমিত তৃষ্ণার্তের পান করার উপযোগী নও,


তবুও তোমায়-
সুমুদ্র কতও.. ভালো বাসী আমরা জানো ?
তুমি সুন্দর তাই
তোমাকে নিয়ে গর্ভ করি,
তোমাকে নিয়ে অহংকার করি,
তোমাকে নিয়ে কবিতা লিখি,
তোমাকে নিয়ে শিশু মনে আমরা না ধরতে পারা পেন্সিলে জীবন্ত করে তুলি ।


তোমার তো রং আসমানের,
তোমার তো রং প্রকৃতির,
তোমার স্বচ্ছতা তো বালুকনার কাছে,
বালুকনা না থাকলে কোথায়
পেতে তোমার স্বচ্ছতার গরিমা ?


তুমি শুধু চেয়েই গেলে
প্রান্তের কাছে-প্রেম,
নাইয়ার কাছে-নজরদারী,
মানুষের কাছে-সুনাম,
প্রকৃতির কাছে-সৌন্দর্য,
আকাশের কাছে-রং,
শুধু তোমার সুন্দর্যের জন্য।


সুমুদ্র তুমিতো পবিত্র শীতল নির্মলও
তবে কেন এত উত্তালিত গর্জিত হও?


     @...ইয়াসিন/ ২৯-০৭-১৯=