করে নাহ এখন,
বুকেতে কাঁপন।
নিদ্রা হয় নাহ কর্তন,
হয়েছে সে এখন পরেরও যতন।


নিশিতে গেলো রজনী,
কাটিল নিদ্রা নয়নে।
দিবা কাল তাকায় থাকি,
সখি, তোমারই আগমনে।


কোথায় তুমি খুঁজি তোমায় ও মায়াবনবিহারীনি,
আশায় আশায় কাটছে যে মোর দিন রজনী।
মুহূর্ত আমার অভিনয় ছলে দিত যেন মন পাড়ি,
আশ্রুত নয়নের ভালোবাসা শুধু তোমার রুমালখানি।


বিগত দিবসে হইলো আলাপন,
কাটছে যে দিন আষাঢ় ও শ্রাবণ।
বলেছিলে আসবে পড়ন্ত বিকেলে,
অপেক্ষা তবে আমারি পথো পানে।


আজ দিবস শেষে আমি আশি তে প্রায়,
তবুও যেনো মন তোমারি অপেক্ষায়।
সেই নিশিতে রজনী, কাটিল নিদ্রা,
অপেক্ষা শুধু মুখটি দেখতে যেন মনেতে ক্ষুধা।


নয়নের নিদ্রাখানি গড়িল চির বিদায় কোলে!
তবে কি আমি রবো শয়িত তোমারি কোলে?
অবশেষে আসবে কি তবে আমারি পথো পানে!
হবে কি দেখা আমাদের এই বিদায় কালে?


প্রিয়তমা আমার,
আমারি থাকবে,
থাকবে চিরকাল।
ভালোবাসা আমার,
তোমারি থাকবে,
রবে চিরকাল।


...................১০/০৭/২০২০...................