আপনের কাছে পাওয়া যত্নের সাদর,
অন্তরালে রয়ে যাওয়া আগাম ঘাতক।
পরান্তের কাছে দুঃখ পাওয়া মায়াজালে,
কাটার আঘাতে সুখ নেওয়া ইন্দ্রজালে।


আপন কিবা করবে নিজের সাদর,
আমি তো পরের অজানা আদর।
সাদরে দেয়া কাটার আঘাত ,
আদরের ঋণ বেজাই বেঘাত।


জীবনের মুক্ত কুড়াতে যাই আমি স্বপন তলে,
আশার আলো জ্বালিয়ে স্বপন আমার আঁধার তলে।
সেই আপনের খোঁজে আজ দিলাম জীবন বাজি,
পরের থেকে মিটলো মোর অন্তিম সাজা খানি।


সবাই কেমন অজান্তে পর হয়ে যায় মন কোণে,
শুধু কাটানো স্মৃতিগুলো মনে রয়ে যায় জীবন কোণে।
সুখ খুঁজি কিন্তু, আপন তো পর মনে করে,
দুঃখ তো দুঃখই, পেলে স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে।


আমার যুদ্ধে এ আমি কেনো অপরাধী?
আপন পর থেকে চাই রেহাই আমি!
আমার সুখ আমায় দেও যত্নে ফিরিয়ে,
শেষ কালে মিছে সুখ দিওনা মিলিয়ে।


এই আপন পরের খেলায় হারিয়ে আমি,
জীবন যুদ্ধে খোর ক্লান্ত অসহায় আমি।
শেষে আজ! আমার নিজের নাই আমি,
দিচ্ছি দুখে ভুলের মাশুল খুব দামি।


বিদায় নিচ্ছি তবে ভুবন এর বাঁধন ছেড়ে,
দেখা হবে তবে আপন পরের খেলা শেষে!
তবে আমার আমি থাকি এই মরণ কালে,
আপন পরের হিসাব করবো না হয় পরকালে।


................২০/০৭/২০২০...................