তোমার ঐ মায়া ভরা কাজল কালো নয়নে,
এখনও কি আমি ঝাপসা হয়ে রয়ে যাই আঁখি কোণে।
কালো আঁধারে আকাশের সেই পূর্ণিমা চাঁদে,
এখনও কি আমি মেঘের স্রোতে বয়ে যাই হৃদ পানে।


কখনও কি মাঝ রাতে ঘুম ভেঙে যায় এই ভেবে,
যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তোমার পাশে বসে।
কখনও কি পানি খেতে গিয়ে হিচকি উঠে এই ভেবে,
যে এই বুঝি আমার মন ডাকছে তোমার নাম ধরে।


এখনও কি অপেক্ষা করো আমার জন্যে সেখানে,
যেখানে সেই হিজল গাছের ঠান্ডা বাতাস বহে।
এখনও কি সেই ভাবেই বসে থাকো আমার অপেক্ষায়,
যেখানে আমি এসে ভাসতাম উড়ো চুলের মুগ্ধ তায়।


তো আছো আজ তবে বেশ ভালো মনে হয়,
আবেগী মন ছেড়ে দিলো তা কি বললে হয়।
তো ভালোবাসা কি তবে আপন নয়!
আবেগই কি ছিল শুধু! ভালোবাসা কি নয়?


তারমানে আজও তুমি মনে রেখছো,
যেটা ভালোবাসা নয় আবেগীর পরিচয়।
তবে বেশ আমার ভালোবাসা ছিলো নাহ আবেগী,
যেটা ছিল নাহ ভালোবাসাহীন ফুলের পরাগী।


তুমি শুধু মনে রেখো আমায়,
তোমার সেই আবেগী মনের পাতায়।
তাও চাইবো তুমি ভালো থাকো হে অর্ধাঙ্গিনী,
আমি না হয় বেঁচে থাকবো নিয়ে তোমার আবেগ গুলি।


----------------- ০২-০৭-২০২০---------------