যখন আমার ভালো কিছু থাকে
তখন কেউ বিশ্বাস করে না আমারে
যখন আমি আমার গুণ প্রকাশ করি
তখন তাঁরা আমায় আঁকরে ধরে
বারে বারে ধাক্কা দিয়ে প্রমাণ করতে বলে
কখনো ধাক্কা দিয়ে আমার শক্তি পরীক্ষা করে
যেন আমি আমার গুণ অস্বীকার করি
যদি আমার প্রিয়জনই তাই করে
সমর্থন দিবে কে আমায় এগিয়ে যেতে?
আমি শুধু আমার গুণ প্রকাশ করি
আমি চাইনি তোমাদের থেকে বড় হতে
বাস্তবে জানি আমি ছোট হতে চায়না কোন মানুষে
কিন্তু আমি বলিনি কাহারেও ছোট হতে
বলেছিলাম শুধু আমায় সমর্থন করতে
তবু কেন আমি জানি না
আমি যা করি তা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে