খুব শিখেছিস
ভাবনার জগত্‍ বানাতে!
জানিস, এ ভাবনার জগত্‍ পৃথিবীতে বাস্তব রুপ পায় না?
তুই বুঝিস না,
শুধু ভাবনা দিয়ে বাস্তবতাকে রুপ দেওয়া যায় না।
কী করলি?
ভেবে ভেবে এই শরীরটাকে নষ্ট করে।
ভুল তো তোর,
পারিসনি এই জগতকে আপন করে নিতে।
সত্যি কি তুই সমাজের জন্যে ভাবিস?
না শুধু নিজের বিরোধীতা করিস?
মনে কর,
জীবনে কত ভুল করেছিস!
এবার কর প্রায়শ্চিত্ত।
খুব ভালো লেগেছিল না সেসব কাজ করতে?
শুধু ভাবনা, ভাবনা, ভাবনা
ছিঃ!
পারবি তুই নিজেকে ভালোবাসতে?
তুই বুঝিস,
তবুও ভুল করিস।
তুই সুযোগ পেয়েছিস,
তবুও ভুল করেছিস।
আর কী চাই তোমার
আমার কাছ থেকে?
জানি আমি রে,
কিসের দুঃখ পাস।
কাঁদ, একা একা কাঁদ
খোঁজ, নিজেকে একা একা খোঁজ।
তুই, তুই পারবিনা!
তুইতো শারিরীকভাবে বিকল।
তোর শুধু রক্ত-ই চলে,
আসলে পারিসনা কিছু করতে।
কিচ্ছু করিসনি তুই আজ-ও পর্যন্ত।
শত শত বার তুই কথা বলেছিস।
কিন্তু;
তুই শুধু নিজের ভাবনার জগত্‍ অপরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিস।
যা, তুই যা; জীবনকে বোঝ।
এটা জীবন নয় রে।
বুঝে নে আসল জীবন এ জগত্‍ থেকে।