মনের একখানে পড়ে রয় সে
উঠে আসে ভাবনায় যখন হাজার চিন্তা চলে যায় দূরে সরে
পার হয়ে এলাম কত পথ কত কিছু পিছনে ফেলে
ভেবে আশ্চর্য হয় নিজে---এই চেহারা, এই বয়স ছিল একদিন শিশুর মত'ই সরস
এই শিশুর মতো মনে ভেঙে পড়ে নানা দূর্গম, ভুলে যাই নিজেকে সেই দুর্গমের ভিতরে
কখনো হঠাত্‍ তা জেগে উঠে, মনে পড়ে পিছনে ফেলে আসা সব স্মৃতি
কিন্তু হাতে নাই সময় যে ভাবি তাহারে
এভাবেই সে রয়ে যায় চিরদিন অতীতে, থাকে না কোন চিহ্ন এই বর্তমানে
অথবা মন চায় না যে ডেকে আনি তারে এই বর্তমানে