সেই বৃষ্টিঝড়া সন্ধ্যায়
চেয়ে থাকি তাঁর দিকে,
ঝড়ে পরা শব্দ লাগে
গুঞ্জনের মতো।
কি মধুর সেই সুর!
উঠি আসে বনলতা থেকে,
ভাবি, ঘুমি যাব ইহার বক্ষে
চিরজীবন ধরে।
থাকতে পারি না শুনি আর সে ডাক--
"ওহে, এসো আমার বুকে এসো হে।"