যখন সমাজের উপর যুগান্তরের ঘূর্ণিপাক নেমে আসবে এই জীবনে অকস্মাত্‍,
তুমি সেদিন বুঝবে (মানুষ)।
আজ আমি পাগল, পাগলেতে পেয়েছে আমায়।
কেননা তোমাদের ধর্মে কুঠারঘাত হেনেছি।
আমায় সমাজ থেকে ছুড়ে ফেলে দিলেও (মানুষ),
আমার চিন্তাকে কোনদিন মৃত্যু দিতে পারবে না।
একদিন যুগান্তরের আগুন জ্বেলে উঠবে,
সত্য হবে বিদ্রোহী নজরুলের কথা।
আমি বিশ্বাস হারায়নি-- আছে, থাকবে তরুণ ডিরোজিওর দল,
লিখে দিয়ে যাবে তারা সমাজের সত্য বুকের রক্ত দিয়ে,
চূর্ণ হবে একদিন সবার অভিমান,
ভেঙে পড়বে বিরহের বৃষ্টি সবার উপর,
সেদিন মনে পড়বে পিছনে ফেলে আসা কথা।
কিন্তু তখন আর প্রার্থনা করার দিন নেই,
তোমরা (মানুষ) কেঁদে মরবে।
প্রকৃতিকে এখনো চেন না তাঁর কত নিষ্ঠুরতা।