ও মরুভূমি, তুমি কত সুন্দর!
কত কাব্যে, কত গল্পে পড়িলাম
তুমি কত সুন্দর!
সেথায় দেখিলাম তোমার জীবন্ত চিত্র---
মেঘ যখন ঝিরিঝিরি ভাগ হয়ে যায়
মনে হয়, দাঁড়িয়ে আছি তোমার বালুচড়ে---তোমার রৌদ্রতপ্ত সুদূর অতীতে।
বেলা গড়িয়ে যায়, রবি লাল হয়ে যায়---সেই পশ্চিমের আকাশে
মনে হয়, ছাড়িনি তোমার নিশ্চুপ কোল।
আঃ তুমি কত শুষ্ক-রুক্ষ--- নেই জল, নেই মানব তোমার বক্ষে
আমিও পেতে চাই তোমার বক্ষের সেই কষ্ট, মেতে উঠতে চাই একফোটা জলের তৃষ্ণায়, শুয়ে যেতে চাই তোমার রৌদ্রতপ্ত বালুচড়ে, লুটিয়ে যেতে চাই তোমার ও বুকে।
(হে মিশর, কবে হে নিয়ে যাবে তোমার ও বুকে?
কবে হে দিবে মৃত্যুদন্ড তোমার ও কোলে?)