অন্ধকার পেরিয়ে চুপি চুপি সে কাছে আসে,
হৃদয়ে বসে হাজার হাজার বছরের পুরোনো কথা সে বলে।
এই ক্ষুদ্র হৃদয় শুনে তাঁরে অজানা দুঃখে কাঁদতে থাকে।
কাঁদবে কেন এ হৃদয়? ভেবে পাই না আমি তাহারে।
এই কান্না আমারি মনে হয় কোন ঘন-অন্ধকার-দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে অজানা কোন কান্না
সমগ্র অরণ্যকে কাঁপিয়ে তুলেছে।
কে যে কাঁদে? মনে হয় সে'ই যে হাজার বছর ধরে জঙ্গলে বন্দি হয়ে রয়েছে
আর মুক্তির আশায় পথহারা হয়ে কাঁদতে আছে।