১।
তুমি যদি একবার বাইরে এসে দেখ, দেখবে জীবনে কত ভালোবাসা বুক ফুলিয়ে আছে।
সংকীর্ণ গর্ত থেকে বেড়িয়ে এস, ভালোবাসা দান কর, প্রেম দান কর--
মন হবে পবিত্র, আসবে আত্মবিশ্বাস; পাবে তুমি শক্তি যা বোঝাবে তোমায় জীবনে চলার বাস্তব প্রয়াস।

২।
তারপর শিখবে মানুষকে ভালোবাসতে,
সেই মহানন্দ যাহা পাওয়া যায় ভালোবেসে ও সহানুভূত হয়ে।
সেইদিন আর তোমার ব্যাথা নয়, ব্যাথিত হবে তুমি অন্যের বেদনায়।
জীবনের রহস্যজাল ক্রমশ কাটবে, খুঁজে পাবে নিরাকার মহান ইশ্বরকে।
আরো সুন্দর হয়ে উঠবে তুমি আর বলবে, জীবনে এটাই চলার পথ।