বহুকষ্টে কাটাও জীবন তোমরা--জানি তাহা।
রাস্তার পাড়ে পড়ে থাকো সারা বেলা রোদ-শীতে,
লাগেনা গরম-শীত তোমার শরীরে--জানি তাহা।
হয়ে গেছে তোমার ওই রুক্ষ শরীর ঠান্ডায়-গরমে সহিষ্ণু।


প্রতিদিন হেঁটে যায় মানুষ তোমার পাশ দিয়ে,
দেখে না কেউ তোমার দিকে চেয়ে।
কেউ বা বলে, 'থাকতো দূরে তাহার থেকে,
কেউ বা তোমায় লাত্থি মারে।


আমিও আছি তোমার সাথে তুচ্ছ মান-সম্নান ভুলে।
এ তো আর নয় মান-সন্মান, এ তো পেটের তাগিতে কাজ করি।


ভুলে যেওনা তুমি বিশ্বজগত্‍ পেটে মেরেছে তোমার লাত্থি,
জাগো তুমি জাগো, শক্ত প্রাণ নিয়ে জাগো, দেখিয়ে দাও বিশ্বজগতে তুমি-ও শ্রেষ্ঠ।
বাঘের মতো গর্জে ওঠো, হুম্কার দাও বারবার।


আমরা পারবো উঠে দাঁড়াতে, পারবো বাঁচতে নতুন আলোয়।