জানি না
এই পরিবর্তন কিসের জন্যে।
জানি না
কেন আজ আছি এই পরিস্থিতিতে।
তবু আছি।
একদিন খুব সুখের দিন ছিল,
যখন ছিল না ভাবনা আজিকার মতো।
মধুর তাঁদের জীবন যাঁদের জীবন কেটে যায়
সারাদিন কাজের ফোঁকরে,
যাঁদের জীবন কেটে যায় যায় বাস্তবতার সঙ্গে।
আজ আমি পঙ্গু,
পারিনা বাস্তবতার সঙ্গে মিলিয়ে চলতে।
জানি না
আছি কি সত্যি স্বপ্নের জগতে?
শুধু শুধু ভাবনা নিয়ে।
সত্যি কি ভাবি এই জগত্‍কে নিয়ে?
না, আমি স্বার্থপর;
শুধু শরীরের জ্বালাতে চলেছি এক ভাবনার জগতে?
নাকি ভাবি অপরের জন্যে?