এসো এসো খেলি
চলো যাই ছুটি
মানে না আর মন
ফেলে দাও ইস্কুল
চল যাই ছুটে।

আজকেও যাবো না
কালকেও যাবো না
সারাদিন যাবো এদিক-সেদিক
কোথা আছে আম
কোথা আছে কাঁঠাল।

যাবো ছুটে নদি, লাগাবো ডুব
হুঁশ-জ্ঞান নাই
শুধু ডুব-ডুব-ডুব, এপার-ওপার
আসব ফিরে চোখ লাল করে
খাবো কিছু বকুনি এবার বাড়িতে।

এভাবেই জীবনের এই দিনগুলি
চলে গেল স্মৃতি দিয়ে
এ যে এমন স্মৃতি, এমন জীবন
যাহা হারালে
ফিরে পাওয়া যায় না আর এজীবনে।