বসে থাকি,
চোখের সামনে বৃষ্টি পরে-- ঝিরিঝিরি।
বৃষ্টির আঘাতে বাতাসের মৃদু ভ্রমণে
অর্ধকালো মেঘে চেয়ে থাকি।
কিন্তু পাই না কোন জবাব এই জীবনের।
ক্লান্ত আমি সূর্যের উদয় আর অস্ত দেখে,
পাইনা কিছু নতুন খুঁজে এই জীবনে।
দেখি মানুষকে স্বপ্ন নিয়ে বাঁচতে;
কিন্তু এই বাস্তব পৃথিবীতে
আমি অন্যদের মতো স্বপ্ন দেখতে পারি না হে!
সময়ের গতি, তুমি যদি একবার থেমে যাও।
তুমি এত দ্রুত ছুটছ কেন?
তোমার এই খেলার আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না,
শুধু পারছি যা বসে বসে কবিতা লিখতে।