খোকা আমার আসবে বাড়ি
‌কলেজ বন্ধ হলে,
পরীক্ষা শেষ কলেজও ছুটি
তবু ছেলের দেখা নাহি মেলে।


কি হল হায়! উতলা মন,
ছেলে আমার নয়তো এমন।
রাজনীতি আর দলাদলি তাহার স্বভাব নয়,
অর্থ-কড়ি নষ্ট এতে সময়েরও ক্ষয়।


আর ক’টা দিন অপেক্ষাতে
ঘুচবে এবার ক্লেশ,
মিটবে বুকের দহন
পুরাবে লোকের শ্লেষ।


ঘরে বসেই চাঁদ, জলও পড়ে-
থরো থরো একটু ঝড়ে।
বাড়ি হবে, গাড়ি হবে-
ইচ্ছে স্বপ্ন পূরণ হবে।


ছেলে আমার আসবে কবে?
নিবে সবই ভার,
জায়গা-জমি পদ্মায় গেল,
বর্গা চাষে সংসার।


খোকা এল!   গুলিবিদ্ধ লাশ!!
নিস্তব্ধ নিরবতা প্রভাত বিনাশ।
নেত্র জলে ঢেউ চারিদিকে হাহাকার চূর্ণিত হৃদয়,
অপরাজনীতি-পেশীশক্তিতে স্বপ্নেরা সব মানছে পরাজয়।