গত‌রে তার লম্বা পাঞ্জাবী
মুখে অা‌ছে দাঁ‌ড়ি,
স্কুয়া‌রে কথা ব‌লে
কু‌মিল্লা তার বা‌ড়ি।


মাস্টার অামার মোটা সোটা
হাঁ‌টে ধী‌রে ধী‌রে,
প‌থের যত পিঁপড়া অা‌ছে
সবই প্রা‌ণে ম‌রে।


তাহার না‌কি অা‌ছে অ‌নেক
তে‌লেপোকার গা‌ড়ি,
‌দৈ‌ত্যের মত লাগ‌তো তা‌রে
য‌দি পড়‌তো শা‌ড়ি।


‌নি‌জে না‌কি জা‌নে অ‌নেক
কাউ‌কে শিখায় না,
‌কেউ য‌দি জান‌তে চায়
তা‌কে ছা‌ড়ে না।


পড়ান তি‌নি গ‌ণিত বিজ্ঞান
সপ্তা‌হে দিন চার,
বাকী দিন চিল্লায় থাকবে
এটাই অাবদার।


‌বই সি‌লেবাস অ‌র্ধেক পড়ান
সকল অধ্যায় না,
ছাত্র ছাত্রী জ্ঞানী গুনী
দরকার প‌ড়ে না।


একটা সময় মাস্টার মশাই
স্কু‌লে অা‌সেনা অার,
‌চিন্তায় প‌ড়ি পরীক্ষা কা‌ছে
‌কে নে‌বে মো‌দের ভার।



(ক‌বিতা‌টি ১৯৯৬ সা‌লে স্কু‌লেপড়াকালীন সম‌য়ে অ‌নেকটা অ‌ভিমা‌নে অামার এক শ্র‌দ্বেয়‌ শিক্ষক‌কে উ‌দ্দেশ্য ক‌রে লিখা)