বন্ধু অা‌ছো শত শত জন,
অাপন ত‌রে জীবন তোমরা কর‌ছো বিতরণ।
টাকা ক‌ড়ি বা‌ড়ি গা‌ড়ি,
‌দিতে রাজী কা‌ড়ি কা‌ড়ি।
ভাব‌ছো বন্ধু তোমরা অামায় ভালবাসো ঢের-
হাজার অার‌জি মে‌নে নি‌চ্ছো, রাগী য‌দি ফের।
চাই কি অা‌মি তাহা?
দু‌নিয়াবী বিলাস যাহা।
নগদ প্র‌তিদান কাম্য নয়,
পরকালই অাসল ভয়।
অাসল নকল সুহৃয় কারা মিল‌বে প‌রিচয়,
‌থাক‌বেনা নাম ধরার খাতায় অাঁধার দুঃসময়।
তিন টুকরা সাদা কাপড় সম্বল,
অার অাতর গোলাপ জল।
‌তিন হস্ত জ‌মিন তমসা গোর-
চারপ‌া‌শে মা‌টি, নেই কোন দোর।
একাকী বড় একাকী ভয় কবর অাযাব,
অা‌ছে মুনকার নকীর সওয়াল জওয়াব।
‌বিষধর সর্প অাবা‌সে, বৃথা অাত্নবো‌ধের বোবা কান্না-
শুন‌বে না, কেউ শুন‌বেনা।
অা‌ছো যত বন্ধু স্বজন,
সমা‌লোচনা কর এখন।
শা‌স্তি দাও যত দি‌বে,
পরকালে নাজাত চাই‌বে।
র‌বের সমী‌পে তুল‌বে দুই হাত,
‌দোয়া কালাম কর‌বে মোনাজাত।
এটাই বন্ধু চাওয়া ত‌বে,
না‌হি চাওয়া মায়ার ভ‌বে।