রঙ্গ!
হ‌বে ভঙ্গ-
ছাড়‌বে সক‌লে সঙ্গ,
কব‌রে খা‌বে কীট পতঙ্গ,
ধন গ‌রিমায় অধ‌মে‌রে ক‌রিস‌নে ব্যঙ্গ-
মা‌টি‌তে হ‌বে বিলীন এই অপরুপ অঙ্গ।


বড়াই!
ক্ষমতার জ‌ন্যই-
কেন এত লড়াই?
থাক‌বে শত চড়াই উতরাই,
‌ধৈয্য ধরো, করো নেকী কামাই-
পূণ্য নিলীন পরকাল অসাড় ষোল অানাই।


ছা‌ড়ো
‌মিথ্যা ছা‌ড়ো,
‌নিশীথ তি‌মির মা‌ড়ো-
সুখী সমৃদ্ধ স্ব‌দেশ গ‌ড়ো,
চাঁদাবাজী ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ল‌ড়ো-
দুনিয়া র‌ঙের বাজার, সাম‌য়িক, পরকালই ব‌ড়ো।


ধ‌রো
সত্যকে ধ‌রো-
জী‌বে প্রেম ক‌রো,
জুলুম লুন্ঠন প্রতি‌রোধ ক‌রো-
জা‌গো, লড়াই ক‌রো মা‌রো-ম‌রো,
সুখী দ্বন্দ্বহীন পাতকমুক্ত দ‌ী‌প্তিময় বিশ্ব গড়ো।