ঘুণপোকা কাটছে চৌকাঠ, উজাড়ও বন-
অকথ্য সংস্কৃতির থাবায় ভাঙ্গছে সংসার অগণন।
রক্ষণশীল সব মুক্ত উদার-
উন্মক্ত বক্ষ পাছার ঝংকার,
প্রদর্শনে নির্ঘুম মাতাল-
জোনাকীরা বারে বেহাল।


সমাজপতি কীট নর্দমার-
চে‌টেপু‌টে খায় রক্ত অঝর,
জ্ঞানী গুনী অসাড় বলে-
ঘোর তমসায় বন্দী জেলে।
খুনে খুনে রাঙা গোলাপ, সবলে চূর্ণিত ভোর-
লুটপাট হচ্ছে দেদারছে যদিও বন্ধ দোর।