তু‌মি অা‌ছো ব‌লে
কাকের কাকা কন্ঠ‌ে কো‌কি‌লের সুর-
‌ট্রে‌নের ঝংকা‌রে বা‌জে যেন নূপুর,
গত‌রের ভোতা কোষগু‌লো অাজ পুল‌কিত।


তু‌মি ভালবা‌সো ব‌লে
‌গোলা‌পের কাটা অাজ অ‌তি অাদু‌রে-
রক্ত কমলও ডাক‌ছে দাঁ‌ড়ি‌য়ে অদূ‌রে,
অন্তরাত্না রংধনুর সাত রং‌য়ে অা‌লো‌কিত।।


তু‌মি পা‌শে ব‌লে
পাগলপারা মনটা চায় বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে-
তুষার শুভ্র ‌জ্যোৎস্না রা‌তে ‌নিত্য ঘুর‌তে,
প্র‌তি‌টি ক্ষণ তোমার অা‌লোয় উদ্ভা‌সিত।


তু‌মি প্রেম দি‌য়ে‌ছো ব‌লে
গদ্য ছে‌ড়ে পদ্য লিখার ভাবনা-
উ‌ড়ি পা‌খির মত মে‌লে ডানা,
‌জীবন সংগ্রা‌মে অাজও অপরা‌জিত।।


তু‌মি দূ‌রে গে‌লে
ভাবনারা সবই হয় টালমাটাল-
নাওয়া খাওয়ার থা‌কে না যে তাল,
প্রকৃ‌তির লীলা‌খেলায় হই প্রতা‌রিত।


তু‌মি কা‌ছে তাই
পৃ‌থিবী প্রেমময় তোমার নিরন্তর উঞ্চতায়-
বাঁচার স্বপ্ন জা‌গে তোমার বদান্যতায়,
ভুবন মা‌ঝে অসীম স্বর্গ সুখ অবধা‌রিত।।