সাহস করে স্বপ্নতো কেউ দেখছে না,
সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না l
মুছবে কবে রাতের আধার,ফিরবে দিনের আলো,
ভোর হবার গান তো আর গাইল না কেউ ভালো l
যাচ্ছে সময়, বলছে নেতা, করবে এটা ওটা,
ভরসা কোথাই, ভুলে যাবে,ভুলে যাচ্ছে ওয়াদা l
নৃত্য করছে ঘরির কাটা,পালটে যাচ্ছে দিন,
প্রাশ্চাতের সভাব এসে, হলাম আমরা চীন l
সংসারটা আজ কেন হয়ে যাচ্ছে এলোমেলো,
গুছিয়ে নেবার মতো কেউ কি আসবে জানো l
যদি সূর্যটা আজ পশ্চিমে ওঠে,মানবে না কেউ জানি,
তবে কেন মানুস গুলো মানছে না সেই ধ্বনি l
যেই ধ্বনিতে ছিল আমার রক্ত ভেজা মাটি ,
সেই মাটিতে আজ কেন এত ভাগাভাগি l
মনে আছে,মনে থাকবে,সেই মানুষটির কথা,
যেই মানুষটি বলেছিল,গড়বো সোনার বাংলা l
তবে কেন মানুস গুলো মানছে না সেই ধ্বনি
যেই ধ্বনিতে ছিল আমার রক্ত ভেজা মাটি l
চলছে সমাজ,ভুল ঠিকানার সন্ধানে,
ছুটছে শুধু,যাচ্ছে কোথাই কে জানে?