মৃত্যু কি ?
আমাদের জীবন পাঠের শেষ অংশ হল মৃত্যু ।
এই মৃত্যু নয় মেনে নেওয়ার নির্বিকার চিত্তে ।


মৃত্যু টা কেমন ?
মৃত্যু মানে বিয়োগান্তক-মৃত্যু মানে বেদনাদায়ক ।
সংগ্রামে শত্রু পক্ষের মৃত্যু ছাড়া অন্য সব মৃত্যু ,
হিংস্র থাবায় জীবিত মানুষের মনে রক্ত খরন ঘটায় ,
আবেগ অনুভুতি অনুধাবন কে ক্ষতবিক্ষত করে তোলে।


তবে মৃত মানুষের জন্য মৃত্যু ?
পৃথিবীর সাথে তার সম্পর্ক ছেদ হওয়া ,
জড় পদার্থ হয়ে কিছু সময় পরে থাকা ,
এরপর আপন হয় এক টুকরো জায়গা ।