পৃথিবী টা আজ ঘুরছে উল্টো পিঠে
      মানুষ গুলি আহারে ব্যাস্ত,পিপীলিকার পায়ে
      করছে কাড়াকাড়ি তারা শুঁকুনের মতো করে
      তবুও পায়না সুখ মনের মতো সাঝে ।


      বাড়ছে বৈষম্য,ছিঁড়ছে রক্তের বাধন
      আধুনিকতা পর করেছে ছিল যারা আপন
      শত পিতার মনে আজ রক্ত ক্ষরণ
      এমন টা চায়নি তারা সুখ পাবে কখন ।


      ভুলে গেছে আদর্শ,খোজে তারা ঐশ্বর্য
      রমণী আর অর্থ লীলায় ভীষণ আছি মত্ত
      অন্যায় অবিচারে কলম টা আজ ভীষণ ব্যস্ত
      সমাজ টা ছুটছে শুধু যাচ্ছে কোথায় নেই কোনো মন্তব্য ।