যদি অনন্তকাল তুমি খুঁজো
তবে বলবো কিছুই খুঁজে পাবে না।
সময়ের মরীচিকায় যতই হারাবে
নিমজ্জিত হবে অনুভূতির ব্ল্যাক হোলে,
তলহীন অতলে ডুবে গিয়ে
হারাবে জীবনের আনন্দময় সব অনুভূতি।
সময়ের তাড়নায় বেখেয়ালি চলনে
যদি কখনো পেছন ফিরে তাকাও
খোঁজে পাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মুহূর্ত,
মহাকাল ভাবনাময় কিছু অনুভূতি।
এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ভাঁজে
লুকিয়ে থাকে বিশাল বিশাল অনুভূতি,
তাই তো সময়ের চেয়ে
অনুভূতির বিশালতাই বেশী।
এক মুহূর্ত হারিয়ে যায় মহাকালে
আর জীবনের আড়ালে অপেক্ষমাণ অসীম-
টুকরো একটু সময়ের মাঝে
হারানো ও প্রাপ্তির হিসেব যেন সীমাহীন!
যেখানে রাশি রাশি আনন্দ আর বেদনা
সাজানো থাকে পাশাপাশি।