নীল আকাশ, নীল আকাশ
যেন হারিয়ে যাই সীমাহীন নীলে,
ভাসিয়ে নেয় সাদা বারিদি বাতাস
নীলে হারিয়ে একাকার শঙ্খ চিলে।


ঐ নীল নাহি পারিব ছুঁতে
শরতের বেখেয়ালি পবন চলেছে বয়ে
উড়িয়েছি ঘুড়ি নাটাই হাতে,
দিয়েছে ধরা নীল অপরাজিতা হয়ে।


নীল আকাশ বড্ড ভালবাসি
তাইতো চেয়ে থাকি আকাশ পানে,
মাউথ অর্গানে বাজিয়ে চেনা কোন সুর
বসে বারান্দায় এক কোণে।



(১০ই শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ)
মিরপুর-২,ঢাকা, বাংলাদেশ
       [দুপুর ২:০৮]
Copyright reserved ©