আ-আমরা বিজয়ী সদা নির্ভীক দূরন্ত কাফেলা,  
আসমান পানে ছুটে চলি সদা;অজস্র লোকের মেলা।
আগামীর পথে গতিময় এক দূর্জয় কাফেলা,
আবাহনী গান গাইছি মোরা;সত্যের মশাল জ্বালা।।


বা-বাড়ী ঘর ছাড়া আবর্তমান আমাদের কাফেলা,
বাধা নেই কোনো, বাসা নেই যেনো;এভাবেই পথচলা।
বাতিঘর মোরা,বাতায়ন খুলেছি, হয়েছি জাতির মাল্লা,
বাহাদুর মোরা করি নাকো ভয়,সাথী এক আল্লাহ।


বি-বিভাকর মোরা এই পৃথিবীর, সৈনিক রাসূলের,
বিপ্লবী মোরা, সদা চঞ্চল;আতনক জালিমের।
বিপুল জনতা স্বপ্ন দেখে আমাদের বিজয়ের,
বিজয় শেষে কায়েম হবে বিধান ইসলামের।


ল-লয় আমাদের হবেনা কভু;বিশ্বাস মুমিনের,
লক্ষ্যস্থলে পৌছবোই মোরা;কপাল আমাদের।
লয় হয়েছে হাতী বাহিনীর আঘাতে আবাবিলের,
লয় ছিল তাদের ভাগ্যলিপি,লিখন কপালের।


আ-আবাবিল কাহীনি জানেনা কেউ এমন কেহ নাই,
বা-বাহীনির মোরা কান্ডারী হয়েছি এ কথাই বলে যাই।
বি-বিল-ঝিল সব সাগর-পাহাড় করছি অতিক্রম,
ল-লয় কভু হবেনা মোদের;বাতিলের হয়েছি যম।।


রচনাকাল →
১৫-০৫-১৫