দিকে দিকে আজ অভাব শোনি পাঞ্জেরী
তাই আমিও আজ এই উম্মাহের কান্ডারী!


আজকে আমি যখন তখন বুদ্ধি-জ্ঞানের ঢিল মারি
তাই আমিও আজ এই উম্মাহের কান্ডারী!


মুনাফিক তালিকা নবিজির ছিল; সবার ছিল জানা
হোজায়ফা রা.'র দিলে ছিল, আবার আদেশ ছিল মানা'।


কিতাবুল ফিতান বারবার পড়ি এবং ভুলে যাই
প্রতিষ্ঠিত নিয়মের মাঝে তবুও ফেতনায় জড়াই।


উম্মাহ আজ ভাগ ভাগ হয়ে পুকুর- কুয়ায় দৃশ্যমান
সংযোগহীন সিংহের দল; বাঘের পালে গাধার কান।


এই সময়ে এমন দিনে প্রয়োজন ছিল খাল খনন
তা না করে করছি শুধু পুকুর-কুয়ার ছিদ্রান্বেষন।


অভাব যখন এই জনতার ঐক্য এবং একতায়
আমিও তখন কোশেশ চালাই, লাইন ধরুক জনতায়।


ঐক্যমতে বর্ণিত সব বর্ণনাকে 'না' বলি;
বিতর্কিত নিয়ম নিয়ে বাজারে ঝড় তুলি।


এই ঝড়ে যে ঘর ভাঙ্গে মোর সেই খবর আর রাখিনা,
আমি ছাড়া আমার মত জ্ঞানী তো আর দেখিনা!