পথিক হয়েই চলছি একা
কাধে ব্যাগ নিয়া
গাড়ীর সিটে বসে আছি
ঢেউ তুলেছে হিয়া।


কত হৃদয়ে ঝড় তুলেছি
বিপ্লবেরও বান
আপন মনে দাফন দিয়েছি
আপনজনের টান।


মন গভীরে দুঃখ সয়েছি
কষ্ট এবং তুফান
হৃদয় মাঝে স্বপ্ন পুষেছি
প্রিয়ের প্রতি মান।


মুক্ত নীলাভ স্বপ্ন নিয়ে
দিন চলেছি শূধু
তাইতো মনে ব্যাথা নিয়ে
বসে আছে বোন-বধু।


শান্ত সমাজ গড়ার আশায়
বাড়ী করেছি দূর
পথিক হয়েই চলছি কেবল
আসবে আলোক ভোর।


দিনের পরে দিন চলে যায়
মাসের পরে মাস
মায়ের সাথে হয়না দেখা
মিটেনা দিলের আশ।


মায়ের মনে বিরহের বান
অন্তরেতে দুঃখ
আসবে কবে আমার ছেলে
দেখবো তার মুখ?


এই বিরহের পালাতো আর
জলদি হয়না শেষ
তাইতো মায়ে চেয়ে থাকে
পথপানে অনিমেষ।


শান্ত-সুখের সমাজ গড়ার
দীপ্ত শপথে
আমরা একুশ শপথ নিয়েছি
হাত রেখে হাতে।


এই শপথে অটল মোরা
জীবন দেয়ার পণ
হয় হুকুমাত নয়তো হবে
এপথেই প্রিয় মরন।